Header Ads

Header ADS

ফেসবুক : অনুভূতির খেলাঘর

                     

ফেসবুক নামক অদ্ভুত সোশিয়াল সোসাইটি থেকে বলছি......
ফেসবুক বড় আজিব একটা জিনিস, এখানে ক্ষণে ক্ষণে অনুভুতির রঙ বদলায়, ফেসবুকের অনুভুতি ঠিক বুঝে উঠতে পারিনা। কেন যেন মনে হয় ফেসবুক টা আমার অনুভুতি নিয়ে চিনিমিনি খেলতেছে।
***

আজকের অনুভুতি শুনবেন?
শুনুন....
রাতের খাবার খেয়ে ফেসবুকে ঢুকে স্ক্রিনে ভাসে খুব নামিদামি একটা পেজের হাস্যরতাত্নক ফটো, তার ঠিক নিচেই ভার্সিটি পড়ুয়া বন্ধুর 'Justiceforasifa' হ্যাশট্যাগে আসিফার করূন কাহিনি।
তারি নিচে আছে বন্ধুর উল্লসিত পহেলা বৈশাখি ফটো। ফটো দেখে খুব ভাল লেগেছে, মজাদার কমেন্ট করব আমি?
উহু, কমেন্ট অফশনের ঠিক নিচেই যে আছে চাচাত ভাইয়ের হৃদয় ছোয়া লেখা, যেখানে তার মৃত মা কে স্মরণ করেছে।
এই পর্যন্ত মুঠামুঠি ঠিক ছিল,
আমি অবাক হয়েছি ২টি শবে মেরাজের স্ট্যাটাস এর মাঝখানের PEOPLE YOU MAY NOW এর আইডি দেখে, যা অজানা কোন কুলাঙ্গারের প্রায় বিবস্ত্র গ্ল্যামার গার্ল এর প্রোফাইল সংবলিত ফেক আইডি, যাতে কিনা ২০+ mutual friend ও আছে।

No comments

Theme images by piskunov. Powered by Blogger.