ফাইভার গিগ অপটিমাইজেশন অ্যান্ড মার্কেটিং এর গুষ্ঠি উদ্ধার !! রাসেল আহমদ রাজু ভাই'র ফেসবুক নোট থেকে নেওয়া
ভাই, গিগ তো সেল হয় না ! কিছু মার্কেটিং টিপস দেন না একটু ! এই কথাটা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে । তাই, দেখতে শুরু করলাম কেন গিগ সেল হচ্ছে না স্টুডেন্টদের (এল ই ডি পি, আইসিটি ডিভিশন) ! তদন্ত শুরু হলো ! তো দেখি কি রেজাল্ট বেরোয় ?
ভাল লাগলে শেয়ার করতে হবে কিন্তু !!
ফাইভার কি ?
ফাইভার হচ্ছে এমন একটি মার্কেটপ্লেস যেখানে বিভিন্ন টাইপের সার্ভিস সেল হয় । যেমনঃ লোগো ডিজাইন, কনটেন্ট রাইটিং, ব্যাকলিংক তৈরি, ভিডিও মেকিং ইত্যাদি ।
গিগ কি ?
গিগ হল আপনি যে সার্ভিসটি সেল করবেন তার অফারের নাম । অর্থাৎ সকল ধরনের সার্ভিসের অফারকে কে গিগ বলে ।
বিঃ দ্রঃ সঠিকভাবে গিগ খুলতে পারলে কোন মার্কেটিং ছাড়াই কাজ পাওয়া সম্ভব । এজন্য গিগে একটু অপটিমাইজেশন করতে হবে ।
কিভাবে এসইও অপ্টিমাইজড গিগ খুলবেন ?
উল্টা পাল্টা গিগ খুলে আসলে তেমন ভাল ফিডব্যাক আপনি পাবেন না । তাই এমন ভাবে আপনার গিগ খোলা উচিত যেগুলো বায়াররা ফাইভারের সার্চবক্সে সার্চ করে । বায়াররা সার্চবক্সে যে কিওয়ার্ড লিখে সার্চ দেয় ওই কিওয়ার্ড যদি আপনার গিগের টাইটেল ,ট্যাগ আর ডেসক্রিপশনে থাকে তাহলে আপনার গিগের সঙ্গে বায়ারের সার্চ ইনপুট বা কি ওয়ার্ড ম্যাচ করে সার্চ রেজাল্টের প্রথম দিকে আসতে পারে ।
এখন প্রশ্ন হল বায়াররা যে কিওয়ার্ড লিখে ফাইভারে সার্চ দেয় তা আপনি পাবেন কই ?
এটা একদম ইজি একটা ব্যাপার ! নিচের ইমেজটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন !
ছবিটিতে একটু খেয়াল করলে দেখবেন যে blog post লেখার কারনে কিছু সাজেশন কিওয়ার্ড নিচে অটোমেটিক চলে আসছে । এর মানে হল বায়াররা এই কিওয়ার্ড গুলি লিখে ফাইভারে তাদের কাংখিত গিগটি খুঁজে । ফলে যে গিগের সঙ্গে বেশি কি ওয়ার্ড ম্যাচ করে ওটাই রাঙ্ক করে !
এই কিওয়ার্ড গুলি সহজে পাওয়ার উপায় কি ?
এখানে একটা ব্যাপার লক্ষণীয় যে , এই কি ওয়ার্ড সাজেশন গুলি সংগ্রহ করে একজায়গায় রেখে একটু এনালাইজ করতে পারলে ভাল হত । কিন্তু এগুলো ফাইভার সার্চ ইনপুট থেকে কালেক্ট করা একটু কঠিন । এই সমস্যা সমাধানের জন্য আমি একটি টুল বের করেছি । এটা আশা করি আপনাদের বেশ কাজে দিবে ।
এই সাইটে গিয়ে ফাইভার সিলেক্ট করবেন , এবার আপনার গিগের মেইন কি ওয়ার্ড লিখে কান্ট্রি সিলেক্ট করে সার্চ দিবেন। তারপর নিচে দেখবেন যে কতগুলি কি ওয়ার্ড এসে হাজির !! এগুলিকে কপি পেস্ট করে কোন ডকে রাখুন । ইমেজ গুলি দেখুন একটু !
আচ্ছা, এবার কিওয়ার্ড গুলি কে কি করবো ?
এগুলিকে গিগের টাইটেল, ট্যাগ আর ডেসক্রিপশনে ইউজ করবেন ।
কিন্তু কেমনে ?
টাইটেলঃ এমন ভাবে টাইটেল দিবেন যাতে আপনার টাইটেলে কি- ওয়ার্ডগুলি নাচারালি থাকে । কোন স্টাফিং করবেন না । স্বাভাবিক ভাবে দিবেন ।
ট্যাগঃ গিগে মোট পাঁচটি ট্যাগ দেওয়া যায় । ভাল কিছু কি-ওয়ার্ড ট্যাগ হিসেবে ও ইউজ করতে পারেন ।
ডেসক্রিপশনঃ এমন ভাবে ডেসক্রিপশন লিখবেন যাতে কি ওয়ার্ড গুলি নাচারালি চলে আসে । কোনভাবেই ভাবেই স্পামিং করা যাবে না ।
গিগ মার্কেটিং করার নানা রকম মেথড আছে । এক্ষেত্রে একেকজন একেকরকম মেথড এপ্লাই করে সফল হয়েছেন । আমি বেশ কিছু মেথড নিয়ে আলোচনা করার ট্রাই করবো । যেমনঃ ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব, স্লাইডশেয়ার, ওয়েব ২.০, লিংকডইন, কোয়েশ্চন এনসার সাইটস, ফোরাম ইত্যাদি । তো শুরু করা যাক!
ফেসবুকে গিগের মার্কেটিংঃ আমরা সবাইতো আবার ফেসবুকের এক্সপার্ট ! কিভাবে একাউন্ট খুলতে হয় কিভাবে এটি চালাতে হয় তা আমরা খুব ভাল মতই জানি । সো এগুলি নিয়ে ডিসকাস না করে ডিরেক্ট কাজে চলে যাই ।
ধরুন, কেউ Contet Writer খুজতেছে । সে এসে সার্চ দিবে Contet Writer লিখে ।
এখন, আপনার গিগে যদি এটাকে #Contet_Writer হ্যাশট্যাগ হিসেবে পোস্ট করেন তাহলে ওই লোকের সার্চ রেজাল্টে আপনার গিগ শেয়ারের পোস্টটি শো করবে । ফলে আপনি ওখান থেকে গিগের অর্ডার পেতে পারেন ।
প্রথমেই আপনি আপনার গিগের সাথে সম্পর্কিত যে ফেসবুক গ্রুপ গুলো আছে তা খুজে বের করুন । ওগুলোতে জয়েন দিন । তবে এক্ষেত্রে অনেকে বোকামি করেন ! গিগ শেয়ার করেন ফাইভার সম্পর্কিত গ্রুপ গুলোতে! আরেহ ভাই,ওখানে তো সব হকারের দল ! আপনি ও সেলার , ওরাও সেলার কে কারটা কিনবে ? ধরুন আপনার গিগ হল Content writing এর উপর তো আপনি ফেসবুকে এটা লিখে সার্চ দিলে content writing , article writing jobs, content writers ইত্যাদি নানা রকম গ্রুপ আসবে । এরাই হলো আপনার টার্গেট অডিয়েন্স !
আপনি গ্রুপে আপনার গিগ শেয়ার করুন । তবে এক্ষেত্রে একটা কৌশল অবলম্বন করতে পারেন তা হল, শেয়ার করার সময় কিছু টিপস বা ভাইটাল ইনফরমেশন সহ লিঙ্ক শেয়ার করলে ওটা আলাদা ভ্যালু ক্রিয়েট করবে এবং সেলের সম্ভাবনা অনেক বেড়ে যাবে ।
আরেকটা কাজ করতে পারেন, গ্রুপ গুলোতে নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে আবির্ভূত করুন । এজন্য প্রতিদিন কিছু ভ্যালুএবল টিপস শেয়ার করুন গ্রুপে । বিভিন্ন পোস্টে কমেন্ট কমেন্ট করে অন্যদের হেল্প করুন ।
এবার দেখুন কোন মানুষগুলি আপনার সম্ভাব্য ক্রেতা বা ক্রেতা হতে পারে । তাদের সঙ্গে এড হয়ে একটা রিলেশন গড়ে তুলুন । তাদেরকে বলুন আপনার এই সার্ভিস গুলি সম্পর্কে ।
আপনার নিজে একটি পেজে তাতে গিগ সম্পর্কিত তথ্য শেয়ার করুন ।
আপনার গিগ সম্পর্কিত জনপ্রিয় যে গ্রুপ গুলো আছে ওগুলোতে গিয়ে নিজের এঙ্গেজমেন্ট বাড়ান । কিন্তু গিগের লিঙ্ক দিবেন না । আপনার কাছে কেউ কোন হেল্প চাইলে তবেই দিতে পারেন ।
কিভাবে এগুলি করবেন তা পরবর্তীতে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ ! তবে এখন এই মাসুদ রানা ভাইয়ের ভিডিওটি দেখতে পারেন ! https://youtu.be/N2zd8yr4gRU
টুইটারে গিগের মার্কেটিংঃ
আপনার টুইটার একাউন্ট থেকে আপনার গিগটি শেয়ার করুন ।
কিন্তু , শুধু শেয়ার করলেই হবে না এখানে একটু ভিন্নতা আনতে হবে । সেটা কি ?
হ্যাশট্যাগ ইউজ করুন।
হ্যাশট্যাগ ইউজ কিভাবে ইউজ করবেন ?
ধরুন, কেউ Content Writer খুজতেছে । সে এসে সার্চ দিবে Content Writer লিখে । এখন, আপনার গিগে যদি এটাকে #Contet_Writer হ্যাশট্যাগ হিসেবে পোস্ট করেন তাহলে ওই লোকের সার্চ রেজাল্টে আপনার গিগ শেয়ারের পোস্টটি শো করবে । ফলে আপনি ওখান থেকে গিগের অর্ডার পেতে পারেন ।
টুইটারের গিগ মার্কেটিং সম্পর্কে আরও বেশি জানতে আমাদের রাহুল ভাইয়ের এই ভিডিওটি দেখতে পারেন https://youtu.be/kGn-UFpTBLo
বায়ার রিকোয়েস্ট: ক্রেডিটঃ ইকরাম স্যার
বায়ারকে যেভাবে রিকোয়েস্ট পাঠাইছিঃ
৩. ফাইভারের বায়ার খুঁজে বের করুনঃ
আরেকটা উদাহরণ দেখুনঃ
এভাবে এই বায়ার এর সঙ্গে সম্পর্ক তৈরি করে ফেলুন । তারপর গিগ লিংক দিয়ে দিন ।
Quora.com এ গিগ মার্কেটিংঃ
Quora.com আবার কিডা ?
এটি একটি কোয়েশ্চন এনসার সাইট। একদম কার্যকরী ট্রাফিক এখানে পাওয়া যায়। আসেন একটু গবেষণা করি।
শুরুতেই আসুন এখানে একাউন্ট খুলবেন কিভাবে তা জানি।
Quora.com এ একাউন্ট খোলার তিপ্সঃ
- রিয়েল নেইম দিয়ে একাউন্ট খুলবেন ।
-রিয়েল ইউজার নেম দিবেন ।
- ফাইভার একাউন্টের সঙ্গে সামঞ্জস্য রেখে সেইম ইনফো দিয়ে একাউন্ট খুলবেন। তাতে আপনাকে বিশ্বাস করতে সুবিধা হবে ।
ইউটিউবে গিগ মার্কেটিংঃ
ইউটিউবে কিভাবে মার্কেটিং করবেন তা জানতে রাহুল ভাইয়ের এই ভিডিওটি দেখতে পারেন ।
৯. এবার সাইটকে প্রপারলি অন পেইজ অপ্টিমাইজ করুন । বিং, গুগোল, ইয়াহু তে এগুলি ইন্ডেক্স করিয়ে দিন ।
১০. ভাল করে কিছু ব্যাকলিংক করে দিন ।
এবার দেখুন ম্যাজিক ! ! দেখবেন অনেক ভিউ আসতেছে আপনার ব্লগের ইভেন আপনার গিগের ও !
সেল আসাটাই তো স্বাভাবিক তাই না ?
বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট !
পুরো মডেল টা ইমেজ আকারে বানিয়েছেন আমাদের Rahul দাঁকা। ইমেজটি দেখুন
স্পেশাল টিপসঃ সত্যিই যদি গিগ প্রমোশন করতে চান, তবে কোন বায়ারের কাজ ভাল করে করার পর যদি ০৫ স্টার ফিডব্যাক পান এবং বায়ারের সাথে যদি ভাল রিলেশন থাকে তবে বায়ারক বলবেন আপনার গিগ তার সোশ্যাল প্রফাইল গুলোতে একটু শেয়ার করে দিতে। দেখবেন সে আনন্দ চিত্তে সেটা করে দেবে। বায়ার Fiverr থেকে সহজেই আপনার গিগ তার সোশ্যাল প্রফাইলে শেয়ার দিতে পারে। অল্প কষ্টে এর থেকে ভাল গিগ প্রমোশন আর হতেই পারে না। আমি নিজে এটা করে ভাল সেল পেয়েছিলাম।
No comments