ভাবনা গুলো
জীবন টা কেমন যেন হয়ে গেছে, সবকিছু যান্ত্রিক মনে হয়। নতুনত্ব কিছু নেই এক ঘেয়েমিতে সবকিছু সয়লাব। যন্ত্রনা গুলো কুঁড়ে কুঁড়ে খায়, সেটা কখনও বা মধুর আবার কখনও বা খুব কষ্টের। হাসি-কাঁদি নাকি কাঁদি-হাসির জীবন ঠিক বুঝে ওঠা দায়।
প্রতারনাময় জীবন আর চলতে চায় না।
পানসে জীবনে নতুনত্বের ছোঁয়া পেতে মাঝে মাঝে ইচ্ছা হয় আউট'ল হয়ে যাই। বেনন কিংবা ওয়েসলি হাড়ডিনের মত দুর্ধর্ষ পশ্চিমা আউট'ল।
- আউট'ল দের জীবনে কিছু চাওয়ার থাকেনা, কিছু হারানোর ভয় নেই। আবেগ না থাকলেও চলে বিধায় মানসিক যন্ত্রনা নেই । ওই খানে পিছু টান নেই, তুমি মুক্ত; পুরোপুরি।
দুপায়ের মাঝখানে কালো স্ট্যালিয়ন, ব্যাকপ্যাক এ দুনলা কিছু একটা নিয়ে পিছু টানা সকল সম্পর্ক ছিন্ন করে যাযাবরের মত চষে বেড়াও পুরো দুনিয়া। তোমার জীবন টা হয়ে যাবে অনিশ্চিত, খুঁজে পাবে জীবনের আসল সৌন্দর্য। পরিশ্রম করতে হবে প্রচুর, মন'টা এমনিতেই শান্ত হয়ে যাবে। তোমার জীবনে বন্ধু আসবে, ওরা নি:স্বার্থ হয়েই আসবে। তুমি নি:স্বার্থ হয়ে যাও, কিন্তু আবেগকে প্রশ্রয় দিও না ।
মাঝে মাঝে কোন মায়াবিনীর মায়াবী অবয়ব তোমাকে হাতছানি দিবে। হাতছানি গুলা এড়িয়ে চলতে হবে, নচেৎ একদম ফেঁসে যাবে। পথিমধ্যে হয়তো ডুয়েল লড়তে হবে, ফেয়ার ডুয়েল। ব্যাপার না, হাত টা একটু লম্বা করে ওদের কপালে তৃতীয় নয়ন তৈরি করলেই ডুয়েল টা চুকে যাবে। তোমাকে ক্ষিপ্র হতে হবে, কিন্তু তুমি স্বাধীন।
তোমার দুনিয়া, তোমার ইচ্ছা। 'জীবনের মানে কি?' এই টাইপ কোন চিন্তা মাথায় উদয় হবে না। জীবন টা উচ্ছল আর প্রাণবন্ত হয়ে যাবে।
- আমার চিন্তা গুলি এমনি, শেষ বেলায় জীবনে কেউ একজন না আসলেও হবে, ওটা গল্পতেই বেশি মানায়।
আমি আমার , আমাতেই পথচলা ।
#আমার_ইচ্ছেগুলো
#অলস_মনের_ভাবনা
প্রতারনাময় জীবন আর চলতে চায় না।
পানসে জীবনে নতুনত্বের ছোঁয়া পেতে মাঝে মাঝে ইচ্ছা হয় আউট'ল হয়ে যাই। বেনন কিংবা ওয়েসলি হাড়ডিনের মত দুর্ধর্ষ পশ্চিমা আউট'ল।
- আউট'ল দের জীবনে কিছু চাওয়ার থাকেনা, কিছু হারানোর ভয় নেই। আবেগ না থাকলেও চলে বিধায় মানসিক যন্ত্রনা নেই । ওই খানে পিছু টান নেই, তুমি মুক্ত; পুরোপুরি।
দুপায়ের মাঝখানে কালো স্ট্যালিয়ন, ব্যাকপ্যাক এ দুনলা কিছু একটা নিয়ে পিছু টানা সকল সম্পর্ক ছিন্ন করে যাযাবরের মত চষে বেড়াও পুরো দুনিয়া। তোমার জীবন টা হয়ে যাবে অনিশ্চিত, খুঁজে পাবে জীবনের আসল সৌন্দর্য। পরিশ্রম করতে হবে প্রচুর, মন'টা এমনিতেই শান্ত হয়ে যাবে। তোমার জীবনে বন্ধু আসবে, ওরা নি:স্বার্থ হয়েই আসবে। তুমি নি:স্বার্থ হয়ে যাও, কিন্তু আবেগকে প্রশ্রয় দিও না ।
মাঝে মাঝে কোন মায়াবিনীর মায়াবী অবয়ব তোমাকে হাতছানি দিবে। হাতছানি গুলা এড়িয়ে চলতে হবে, নচেৎ একদম ফেঁসে যাবে। পথিমধ্যে হয়তো ডুয়েল লড়তে হবে, ফেয়ার ডুয়েল। ব্যাপার না, হাত টা একটু লম্বা করে ওদের কপালে তৃতীয় নয়ন তৈরি করলেই ডুয়েল টা চুকে যাবে। তোমাকে ক্ষিপ্র হতে হবে, কিন্তু তুমি স্বাধীন।
তোমার দুনিয়া, তোমার ইচ্ছা। 'জীবনের মানে কি?' এই টাইপ কোন চিন্তা মাথায় উদয় হবে না। জীবন টা উচ্ছল আর প্রাণবন্ত হয়ে যাবে।
- আমার চিন্তা গুলি এমনি, শেষ বেলায় জীবনে কেউ একজন না আসলেও হবে, ওটা গল্পতেই বেশি মানায়।
আমি আমার , আমাতেই পথচলা ।
#আমার_ইচ্ছেগুলো
#অলস_মনের_ভাবনা
No comments