Header Ads

Header ADS

হার্ডডিস্ক এর যত্ন

হার্ডডিস্ক এর যত্ন নিন
কম্পিউটার বর্তমানে একটি নিত্যপ্রয়োজনীয় একটি জিনিস। আর কম্পিউটারের স্টোরেজ এক কথায় হার্ডডিস্ক এর নাম মনে হয় সবাই জানেন। হার্ডডিস্ক এ মূলত সব ধরনের ডাটা জমা থাকে। কোন কারনে যদি হার্ডডিস্ক নষ্ট হয়ে হায় তাহলে মাহা বিপাকে পরতে হয়। আর বাকিটা না হয় নাই বললাম। কিছু বিষয় খেয়াল রাখলে অপ্রত্যাশিত ভাবে হার্ডডিস্ক নষ্ট হওয়া থেকে মুক্তি পাওয়া যাবে।
হার্ডডিস্ক এর খেয়াল রাখুনঃ
প্রতিটি ড্রাইভ বা পার্টিশনে মিনিমাম ২০% জায়গা ফাকা রাখুন তাহলে হার্ডডিস্কের উপর প্রেশার কম পরবে।
নিয়মিত ডিফ্র্যাগ করুন।
সপ্তাহে একবার বুট টাইম ডিফ্র্যাগ করুন। অর্থাৎ পেজফাইল, হিবারফিল ইত্যাদি সহ সিস্টেম ফাইল ডিফ্র্যাগ করুন।
হার্ডডিস্ক এর তাপমাত্রা মনিটর করুন। দরকার হলে ক্রিটিকাল তাপমাত্রা সেট করে দিন যেন বেশি গরম হয়ে গেলে আপনি নোটিফিকেশান পান।
হার্ডডিস্ককে ধুলাবালি থেকে দূরে রাখুন। ছোট্ট একটা কণা আপনার হার্ডডিস্ককে নষ্ট করে দিতে পারে।
বছরে অন্তত একবার হার্ডডিস্কের সকল ডাটা ব্যাকআপ নিয়ে পার্টিশন গুলো ফরম্যাট দেওয়ার চেষ্টা করুন।
বিভিন্ন ধরনের সফটওয়্যার সমূহকে জিপ করে রাখুন।
মুভি এবং ভিডিও দিয়ে ড্রাইভ ফুল করবেন না।
ইউপিএস ব্যবহার করুন।
উইন্ডোজ এর ইনডেক্সিং বন্ধ করে দিন। ইনডেক্সিং এর মাধ্যমে উইন্ডোজ হার্ডডিস্ক এর সকল ফাইল এর লিস্ট তৈরি করে এবং সার্চ করলে দ্রুত ফলাফল দেখায়। কিন্তু ইনডেক্স এর কারণে অযথাই ডিস্ক ঘুরতে থাকে প্রচুর পরিমানে হার্ডডিস্কে চাপ পরে।

No comments

Theme images by piskunov. Powered by Blogger.