Header Ads

Header ADS

হে উদ্বাস্তু! আমার জীর্ণ বুক খোলে দিলাম তার মধ্যে ঘুমাও।

রোহিংগাদের নিয়ে  জাসেদ আলম এর লেখা

Image may contain: 4 people, people sitting

পৃথিবীতে প্রতারণার জাল বোনছে সবাই। রাক্ষস আর হায়নাদের কবলে বহু আগে বিশ্বাস আর মানবতা আকাশে উড়ে গেছে। আমি প্রতারিত,অসুস্থ ভগ্ন দেহ নিয়ে তোমাকে লিখতে বসেছি। লিখা ছাড়া আমার আর কিচ্ছুই করার নেই। হে আরাখান হে রোহিঙ্গা সম্প্রদায় আমি বিস্মিত হই আমি আতংকিত হই, তোমার বিবস্ত্র রক্তাক্ত নিতর দেহ দেখে। কত সহজে যুগ যুগ ধরে নিজেকে অতীব্র সহজ মৃত্যু দিয়েছো। আচ্ছা আমি ফিলিস্তিন জ্বলতে দেখেছি, শুনেছি তিব্বত আর বাংলার গৌরব গাঁথা, লক্ষ প্রাণে তারা বিজয় ছিনিয়ে এনেছে। কি আশ্চর্য তোমার বুকে কোন কালপুরুষ জন্মায় নায় কেন? সে মাথা উচু করে দাড়িয়ে বলবে এবার সবার দল বেধে মরার সময় এসেগেছে , আসো সবাই এক সাথে মরি, কেউ বলেনি। পৃথিবীর বুকে অধিকার আদায় করে নিতে হয় কেউ অধিকার দেয়না। অনেক ক্ষুদ্র জাতি গোষ্টির লড়া মরা আর গৌরবের কাহিনী শুনি কিন্তু আজও তুমি পলাতক বিদ্বাস্ত জাতি অবহেলিত লাঞ্চিত রোহিঙ্গা।


সর্বহারা হয়ে বাংলার বুকে তুমি উদ্বাস্তু। কিন্তু দেখো বিশ্ব তোমার রক্ত নিয়ে কেমন নিঠুর মায়া কান্নার রাজনীতি শুরু করেছে। তোমার প্রতিবেশি মোদিজীর মুখে শুনলে না তোমার রক্তে না ঐনি উদ্বিগ্ন বিচ্ছিন্নবাদীদের নিয়ে। চীন রাশিয়া বিশ্ব বিবেকে কাছে তোমার রক্ত মাংসের কোন মূল্য নেই, তাদের প্রিয়তমা আন সুং সুচিকে দরকার। বাংলার পাশাপাশি তোমার দুঃখের সবচেয়ে ভালো বন্ধু সৌদ সরকার। ৪ লাখ রোহিঙ্গা তার বুকে খেয়ে দেয়ে মানুষের মত বেঁচে আছে। তাদের দরদ ঠেকাতে মহান নেতা হওয়ার প্রত্যুষ এরদোগান তার স্ত্রীকে ছেড়ে দিলেন রোহিঙ্গা ক্যাম্পে মায়া কান্না করার জন্য। ওনি জানেন তিনি যেখানে সৌদ সেখানে থাকবে না।
আজ বড়ই দুঃখ হয় তুমি যদি মুসলিম না হয় মানুষ হতে, বৌদ্ধ না হয়ে তারও যদি মানুষ হত, তবে হয়ত! ?
হে রোহিঙ্গা এখনকি মরার সময় আসেনি? মরো , তোমাকে মরতে হবে যারা বাচঁবে তাদের সোনালী গর্বের এক ইতিহাস দিয়ে যাও। গর্ব করে তোমার প্রজন্ম বলে উঠবে আমি রোহিঙ্গা আমি গর্বিত। তোমার মিথ্যে আর্তনাদ পৃখিবীর বুকে কেউ শোনবে না। মিথ্যা আর্জি ভুলে এবার মারো আর মরো।


Image may contain: one or more people, outdoor and nature
---




আমার বুকেও দুঃখ! সর্বহারা বন্যা আমার অন্ন বাসস্থান কেড়ে নিয়েছে। আমি দুঃখ দুর্দশায় দিন কাটাই,তারপরেও তুমি মেহমান তোমাকে কোথায় রাখবো জানিনা তবে শুনো হে উদ্বাস্ত
আমার জীর্ণ বুক খোলে তোমার জন্য বিছিয়ে দিলাম তুমি আমার বুকেই ঘুমাও।

No comments

Theme images by piskunov. Powered by Blogger.