Header Ads

Header ADS

বোহেমিয়ান ( শিরোনামহীন )

                                                      বোহেমিয়ান লিরিক্স

কন্ঠঃ ইশতিয়াক আহমেদ
কথা : জিয়াউর রহমান
সুর ঃ কাজী শাফিন আহমেদ
ব্যান্ডঃ শিরোনামহীন

Image result for বোহেমিয়ান শিরোনামহীন

হেঁটে হেঁটে ঘুরছি পথে ,
ভাবছি নিজেকে বোহেমিয়ান...
জিন্স জুতোর ফাঁদে পরে থেকে,
ঝুলে আছি অর্থহীন শ্লোগান..
বাসের হাতল ধরে opera
পুরানো গানের মতো ছন্নছাড়া
 বোকা বোকা সরলরেখায়,
 হারানো কথার কথায় …

মনের ভেতর অবাধ্য পাখি,
আপন ভেবেই সামলে রাখি,
আমার প্রবল স্বপ্ন জুড়ে অযথা হারিয়ে....
বুকের খাঁচায় বিশ্ব নিয়ে,
 নিয়ন আলোয় হাঁটতে গিয়ে
আমার প্রবল ঝড়ের ভিড়ে,
গেলাম ফুরিয়ে .... 
 
ছুটে চলাদের ভিড়ে,
নিয়ন আলোয় হাওয়ায় ভাসিয়ে,
স্বপ্নেরা বাড়ি ফেরে...
 বুকপকেটে আধখাওয়া সিগারেট নিয়ে
আমার এইস্বপ্ন দেখার আকাশে
 মেঘেরডানায় ছড়ানো বর্ণমালা উড়িয়ে ....


মনের ভেতর অবাধ্য পাখি,
আপন ভেবেই সামলে রাখি,
আমার প্রবল স্বপ্ন জুড়ে অযথা হারিয়ে....
বুকের খাঁচায় বিশ্ব নিয়ে,
 নিয়ন আলোয় হাঁটতে গিয়ে
আমার প্রবল ঝড়ের ভিড়ে,
গেলাম ফুরিয়ে .... 

No comments

Theme images by piskunov. Powered by Blogger.