আমি এবং তাহারা
মিথ'টা এমনঃ পিপিলিকার শখ ছিল উড়িয়া উড়িয়া ফানুস দেখার। পিপিলিকার পাখা গজায়। ভালোভাবে উড়ে বেড়ানোর পূর্বেই ধংস হয়ে যায়।
- আমার ও ইচ্ছা হয়েছে পিপিলিকার রোল প্লে করার। পাখা গজানোর অনেক কিছু ভিত্তি মজুদ আছে। আমার পাখা গজাবে, কয়েকদিন রঙের হাওয়ায় ফানুস উড়াব, মন আমার উড়ু উড়ু, নাচুন-নুচুন। উড়তে উড়তে নাচতে নাচতে হঠাৎ একদিন ধপাস।
- ধপাস তো প্রতিনিয়ত'ই হচ্ছি। সুখের তরে সুন্দর সুন্দর প্লট তৈরি হয়, ওরা স্বপ্ন দেখায়, আমি স্বপ্ন দেখি, বেঁচে থাকার স্বপ্ন, সুন্দর জীবনের স্বপ্ন। হঠাৎ কি যে হয়ে যায়, স্বপ্ন দেখার সিড়ি টা ভেঙ্গে যায়। স্বপ্নগুলো পূরণের আগে'ই ধপাস।
- এই ধপাসে হাড়গোড়ের কিছু হয়না। হাড়গোড় অক্ষত থাকে। আসল ঝড় যায় মনের উপর দিয়ে। এইগুলা মানসিক ধপাস।
ধপাসগুলা অনেকদিন তাড়া করে, কখনো বিরামহীনভাবে, কখনো বা থেমে থেমে।
এইগুলা না সুন্দর মনটাকে চুইয়ে চুইয়ে কষ্ট দিয়ে নষ্ট করে দেয়।
-কি দরকার এইভাবে ধপাস হওয়ার? এরচেয়ে তো পিপিলিকার মত হঠাৎ পাখা গজিয়ে মনের মত ফানুস উড়িয়ে জন্মের মত ধপাস হওয়াটাই ভালো। হুম এই ভালো।
- আমার ও ইচ্ছা হয়েছে পিপিলিকার রোল প্লে করার। পাখা গজানোর অনেক কিছু ভিত্তি মজুদ আছে। আমার পাখা গজাবে, কয়েকদিন রঙের হাওয়ায় ফানুস উড়াব, মন আমার উড়ু উড়ু, নাচুন-নুচুন। উড়তে উড়তে নাচতে নাচতে হঠাৎ একদিন ধপাস।
- ধপাস তো প্রতিনিয়ত'ই হচ্ছি। সুখের তরে সুন্দর সুন্দর প্লট তৈরি হয়, ওরা স্বপ্ন দেখায়, আমি স্বপ্ন দেখি, বেঁচে থাকার স্বপ্ন, সুন্দর জীবনের স্বপ্ন। হঠাৎ কি যে হয়ে যায়, স্বপ্ন দেখার সিড়ি টা ভেঙ্গে যায়। স্বপ্নগুলো পূরণের আগে'ই ধপাস।
- এই ধপাসে হাড়গোড়ের কিছু হয়না। হাড়গোড় অক্ষত থাকে। আসল ঝড় যায় মনের উপর দিয়ে। এইগুলা মানসিক ধপাস।
ধপাসগুলা অনেকদিন তাড়া করে, কখনো বিরামহীনভাবে, কখনো বা থেমে থেমে।
এইগুলা না সুন্দর মনটাকে চুইয়ে চুইয়ে কষ্ট দিয়ে নষ্ট করে দেয়।
-কি দরকার এইভাবে ধপাস হওয়ার? এরচেয়ে তো পিপিলিকার মত হঠাৎ পাখা গজিয়ে মনের মত ফানুস উড়িয়ে জন্মের মত ধপাস হওয়াটাই ভালো। হুম এই ভালো।
No comments